Advertisement

19TH BCS MCQ QUESTION WITH SOLUTION

Bcs is the best job.The students best job obtained in bcs.The 19 th bcs exem held in 1998.The exam is very important in our country. So all students dream bcs cadar

১৯ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান। 

19 TH BCS PRELIMINARY QUESTION AND SOLUTION. 

১৯ তম বিসিএস প্রশ্নের বাংলা অংশ (১ হতে ৩)/ 19 th bcs mcq question bangla part (1 to 3) 

১. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? 

(ক) ভানুসিংহ 

(খ) টেকচাঁদ ঠাকুর 

(গ) বনফুল 

(ঘ) মুকুন্দরাম 

উত্তরঃ ক) ভানুসিংহ। 

২. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা

(ক) শামসুর রহমান 

(খ) আলতাফ মাহমুদ 

(গ) হাসান হাফিজুর রহমান 

(ঘ) আবদুল গাফফার চৌধুরী 

উত্তরঃ ঘ) আবদুল গাফফার চৌধুরী। 

৩. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

(ক) অগ্নিবীণা 

(খ) বিষের বাঁশি 

(গ) দোলনচাঁপা 

(ঘ) বাঁধনহারা 

উত্তরঃ ক) অগ্নিবীণা। 


১৯ তম বিসিএস প্রশ্নের সাধারণ জ্ঞান অংশ (৪ হতে ৫১)/ 19 th bcs mcq question general knowledge part ( 4 to 51)

৪. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত

(ক) পলল গঠিত সমভূমি 

(খ) বরেন্দ্রভূমি 

(গ) উত্তরবঙ্গ 

(ঘ) মহাস্থানগড় 

উত্তরঃ খ) বরেন্দ্রভূমি। 

৫. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে

(ক) শেলী 

(খ) ডলি 

(গ) মলি 

(ঘ) নেলী 

উত্তরঃ খ) ডলি। 

৬. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়? 

(ক) পেপসিন 

(খ) এমাইলেজ 

(গ) ট্রিপসিন 

(ঘ) রেনিন 

উত্তরঃ ঘ) রেনিন। 

৭. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 

(ক) ২৫ জোড়া 

(খ) ২৬ জোড়া 

(গ) ২৩ জোড়া 

(ঘ) ২৪জোড়া 

উত্তরঃ গ) ২৩ জোড়া। 

৮. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির

(ক) ১৬ শতাংশ 

(খ) ২০ শতাংশ 

(গ) ২৫ শতাংশ 

(ঘ) ৩০ শতাংশ 

উত্তরঃ গ) ২৫ শতাংশ।

৯. ভায়াগ্রা কী? 

(ক) একটি জলপ্রপাত 

(খ) নতুন একটি ওষুধ 

(গ) সাড়া জাগানো চলচ্চিত্রের নাম 

(ঘ) নতুন জাহাজের নাম 

উত্তরঃ খ) নতুন একটি ওষুধ। 

১০. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস? 

(ক) ক্লোরোফ্লুরো কার্বন 

(খ) কার্বন মনোক্সাইড 

(গ) কার্বন ডাই-অক্সাইড 

(ঘ) মিথেন

উত্তরঃ ক) ক্লোরোফ্লুরো কার্বন। 

১১. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়

(ক) ইথেন 

(খ) এমোনিয়া 

(গ) মিথেন 

(ঘ) বিউটেন 

উত্তরঃ গ) মিথেন। 

১২. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? 

(ক) অলিভেট 

(খ) আইবিএম 

(গ) এ্যাপেল ম্যাকিনটশ 

(ঘ) মাইক্রোসফট 

উত্তরঃ ঘ) মাইক্রোসফট। 

১৩. গ্রীন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? 

(ক) নিম্নভূমি নিমজ্জিত হবে 

(খ) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে 

(গ) বৃষ্টিপাত কমে যাবে 

(ঘ) উপরের সবগুলো 

উত্তরঃ ঘ) উপরের সবগুলো। 

১৪. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত? 

(ক) সোনারগাঁয়ে 

(খ) মহাস্থানগর 

(গ) রংপুর 

(ঘ) সিলেট 

উত্তরঃ ক) সোনারগাঁয়ে। 

১৫. উত্তরা গণভবন কোথায় অবস্থিত? 

(ক) নওগাঁ 

(খ) বগুড়া 

(গ) নাটোর 

(ঘ) রাজশাহী 

উত্তরঃ গ) নাটোর। 

১৬. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়

(ক) ৩ জানুয়ারি, ১৯৯৮

(খ) ২ ডিসেম্বর, ১৯৯৭ 

(গ) ৩ ডিসেম্বর, ১৯৯৭ 

(ঘ) ২২ ডিসেম্বর, ১৯৯৭ 

উত্তরঃ খ) ২ ডিসেম্বর, ১৯৯৭। 

 ১৭. বাংলাদেশের জি ডি পি তে প্রাণী  সম্পদের অবদান কত? 

(ক) ৬.৫% 

(খ) ২.৯৩% 

(গ) ৫% 

(ঘ) ২% 

উত্তরঃ ক) ৬.৫%।

১৮. বাংলাদেশের জাতীয় পাখি

(ক) ময়না 

(খ) কাক 

(গ) শালিক 

(ঘ) দোয়েল 

উত্তরঃ ঘ) দোয়েল। 

১৯. বাংলাদেশের কেন্দ্রীয় গো–প্রজনন খামার কোথায় অবস্থিত? 

(ক) সাভার, ঢাকা 

(খ) রাজশাহী 

(গ) চট্টগ্রাম 

(ঘ) সিলেট 

উত্তরঃ ক) সাভার, ঢাকা। 

২০. বাংলাদেশের জাতীয় পশু কোনটি? 

(ক) গরু 

(খ) ছাগল 

(গ) গয়াল 

(ঘ) রয়েল বেঙ্গল টাইগার 

উত্তরঃ ঘ) রয়েল বেঙ্গল টাইগার। 

২১. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন? 

(ক) ড. এস ডি চৌধুরী 

(খ) ড. কাজী ফজলুর রহিম 

(গ) ড. ওসমান গনি 

(ঘ) অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী 

উত্তরঃ গ) ড. ওসমান গনি। 

২২. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?

(ক) পাবনা, সিরাজগঞ্জ 

(খ) দিনাজপুর 

(গ) বরিশাল

(ঘ) ফরিদপুর 

উত্তরঃ ক) পাবনা, সিরাজগঞ্জ। 

২৩. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? 

(ক) কয়লা 

(খ) চুনাপাথর 

(গ) সাদামাটি 

(ঘ) গ্যাস 

উত্তরঃ ঘ)  গ্যাস। 

২৪. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? 

(ক) ১৬ বছর 

(খ) ১৮ বছর 

(গ) ২০ বছর 

(ঘ) ২১ বছর 

উত্তরঃ খ) ১৮ বছর। 

২৫. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট? 

(ক) আশি 

(খ) সাতাশি 

(গ) ষাট 

(ঘ) একাশি 

উত্তরঃ ঘ ) একাশি। 

২৬. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? 

(ক) ১৯ শতাংশ 

(খ) ১২ শতাংশ 

(গ) ১৬ শতাংশ 

(ঘ) ১৫ শতাংশ 

উত্তরঃ ঘ) ১৫ শতাংশ। 

২৭. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী? 

(ক) বলাকা 

(খ) শাপলা 

(গ) নৌকা 

(ঘ) কাছিবেষ্টিত নোঙর 

উত্তরঃ ঘ) কাছিবেষ্টিত নোঙর। 

২৮. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? 

(ক) বাংলাদেশ 

(খ) পাকিস্তন 

(গ) সৌদি আরব 

(ঘ) ইন্দোনেশিয়া 

উত্তরঃ ঘ) ইন্দোনেশিয়া। 

২৯. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? 

(ক) ইতালি 

(খ) স্পেন 

(গ) তুরস্ক 

(ঘ) গ্রীস 

উত্তরঃ গ) তুরস্ক। 

৩০.গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন? 

(ক) মি. জে এইচ বি হেলেন 

(খ) লর্ড লিনলিথগো 

(গ) লর্ড ক্লাইভ 

(ঘ) ওয়ারেন হেস্টিংস 

উত্তরঃ খ) লর্ড লিনলিথগো। 

৩১. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী? 

(ক) জর্জ ওয়াশিংটন 

(খ) আব্রাহাম লিংকন 

(গ) রুজভেল্ট 

(ঘ) কেনেডী 

উত্তরঃ খ) আব্রাহাম লিংকন। 

৩২. নেপালের পার্লামেন্টের নাম কী? 

(ক) সিনেট 

(খ) পঞ্চায়েত 

(গ) কংগ্রেস 

(ঘ) পার্লামেন্ট 

উত্তরঃ ঘ) পার্লামেন্ট। 

৩৩. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? 

(ক) লন্ডন 

(খ) নিউইয়র্ক 

(গ) প্যারিস 

(ঘ) মস্কো 

উত্তরঃ খ) নিউইয়র্ক। 

৩৪. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 

(ক) নিউইয়র্ক 

(খ) রোমে 

(গ) জেনেভায় 

(ঘ) অটোয়ায় 

উত্তরঃ খ) রোমে। 

৩৫. ADB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

(ক) জাকার্তা 

(খ) ম্যানিলা 

(গ) ডাবলিন 

(ঘ) কলম্বো 

উত্তরঃ খ) ম্যানিলা। 

৩৬. ‘নাসা’ কোন দেশের সংস্থা? 

(ক) জার্মানি 

(খ) রাশিয়া 

(গ) ফ্রান্স 

(ঘ) যুক্তরাষ্ট্র 

উত্তরঃ ঘ) যুক্তরাষ্ট্র। 

৩৭. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল? 

(ক) ৪ টি 

(খ) ৭ টি 

(গ) ১১ টি 

(ঘ) ১৪ টি 

উত্তরঃ গ) ১১ টি। 

৩৮. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে? 

(ক) ২১ ফেব্রুয়ারি 

(খ) ১৪ ডিসেম্বর 

(গ) ৭ মার্চ 

(ঘ) ১৬ ডিসেম্বর 

উত্তরঃ খ) ১৪ ডিসেম্বর। 

৩৯. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা

(ক) রফিকুল ইসলাম 

(খ) রশীদ করিম 

(গ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং 

(ঘ) কর্নেল সিদ্দিক মালিক 

উত্তরঃ গ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। 

৪০. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান? 

(ক) রোনাল্ডো 

(খ) জিদান 

(গ) সুকার 

(ঘ) বেবেতো 

উত্তরঃ গ) সুকার। 

৪১. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম? 

(ক) প্যারাগুয়ে 

(খ) নরওয়ে 

(গ) নেদারল্যান্ড 

(ঘ) পোল্যান্ড 

উত্তরঃ গ) নেদারল্যান্ড।

৪২. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য

(ক) ৫.৫ কিলোমিটার 

(খ) ৭.২ কিলোমিটার 

(গ) ৬ কিলোমিটার 

(ঘ) ৪.৮ কিলোমিটার 

উত্তরঃ ঘ) ৪.৮ কিলোমিটার। 

৪৩. যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে? 

(ক) ১১ শতাংশ 

(খ) ১৩ শতাংশ 

(গ) ১০ শতাংশ 

(ঘ) ১২ শতাংশ 

উত্তরঃ ক) ১১ শতাংশ। 

৪৪. দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? 

(ক) পার্বত্য বনাঞ্চল 

(খ) গাজীপুর বনাঞ্চল 

(গ) মধুপুর 

(ঘ) সুন্দরবন 

উত্তরঃ ক) পার্বত্য বনাঞ্চল। 

৪৫. বিভাগ অনুসারে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে 

(ক) খুলনা 

(খ) চট্টগ্রামে 

(গ) সিলেট 

(ঘ) বরিশাল 

উত্তরঃ খ) চট্টগ্রামে। 

৪৬. জোয়ার ভাটার তেজকটাল কখন হয়? 

(ক) পঞ্চমীতে 

(খ) অষ্টমীতে 

(গ) অমাবস্যায় 

(ঘ) একাদশীতে 

উত্তরঃ গ) অমাবস্যায়। 

৪৭. বিশ্ব ব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? 

(ক) ২২৫ মার্কিন ডলার 

(খ) ২৬০ মার্কিন ডলার 

(গ) ২৪০ মার্কিন ডলার 

(ঘ) ২০০ মার্কিন ডলার 

উত্তরঃ খ) ২৬০ মার্কিন ডলার। 

৪৮. কোনটি স্তন্যপায়ী প্রানী নয়? 

(ক) হাতি 

(খ) কুমির 

(গ) তিমি 

(ঘ) বাদুর 

উত্তরঃ খ) কুমির। 

৪৯. দেশের রপ্তানী আয়ের চামরার অবস্থান কত? 

(ক) ১ম 

(খ) ২য় 

(গ) ৪র্থ 

(ঘ) ৩য় 

উত্তরঃ ঘ) ৩য়। 

৫০. রপ্তানী আয়ে বর্তমানে পশু সম্পদের অবদান কত? 

(ক) ১০ ভাগ 

(খ) ৮ ভাগ

(গ) ১২ ভাগ 

(ঘ) ১৩ ভাগ 

উত্তরঃ খ) ৮ ভাগ। 

৫১. সাম্প্রতিক কালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশে সফর করেন? 

(ক) প্রফেসর নরম্যান বরলগ 

(খ) ডাঃ আব্দুল কাদের 

(গ) ড. স্বামিনাথান 

(ঘ) প্রফেসর ড. আব্দুস সালাম 

উত্তরঃ ক ) প্রফেসর নরম্যান বরলগ। 


বিসিএস এর বিগত সালের প্রশ্ন পেতে নিচের লিংক প্রবেশ করুন 

১০ তম বিসিএস প্রশ্নের সমাধান Click here

১১ তম বিসিএস প্রশ্নের সমাধান click here

১২ তম বিসিএস প্রশ্নের সমাধান click here

১৩ তম বিসিএস প্রশ্নের সমাধান click here

১৪ তম বিসিএস প্রশ্নের সমাধান click here

১৫ তম বিসিএস প্রশ্নের সমাধান click here

১৬ তম বিসিএস প্রশ্নের সমাধান click here

১৭ তম বিসিএস প্রশ্নের সমাধান Click here

১৮ তম বিসিএস প্রশ্নের সমাধান click here


বিসিএস প্রস্তুতি জন্য প্রচুর অধ্যবসায় প্রয়োজন। বিসিএস বাংলা সাহিত্য খুব ই গুরুত্বপূর্ণ। সাহিত্য থেকে বিসিএস প্রশ্ন হয়ে থাকে এজন্য  বাংলা সাহিত্য গুরুত্ব দেয়া দরকার। প্রায় ২০ মার্কের প্রশ্ন থাকে এজন্য গুরুত্ব সহকারে পড়তে হয়।বাংলা সাহিত্য যে সকল টপিক এর উপর অধিক গুরুত্ব দেয়া দরকার সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত  সিলেবাস  নিচে দেয়া হলো :

১.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 

২.বাংলা সাহিত্যের মধ্য যুগ 

৩.বাংলা সাহিত্যের আধুনিক যুগ

উইলিয়াম কেরি

বাংলা একাডেমি 

রাজা রামমোহন রায় 

মাইকেল মধুসূদন দত্ত 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

ঈশ্বরচন্দ্র গুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর 

মীর মশাররফ হোসেন 

কায়কোবাদ 

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 

কাজী নজরুল ইসলাম 

প্রমথ চৌধুরী 

জসীমউদ্দিন 

মানিক বন্দোপাধ্যয়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

মুনির চৌধুরী 

জহির রায়হান 

আখতারুজ্জামান ইলিয়াস 

শামসুর রহমান 

তারাশঙ্কর ববন্দ্যোপাধ্যায় 

বিহারিলাল চক্রবর্তী 

আবু ইসহাক,আবুল ফজল,সুফিয়া কামাল,জীবনানন্দ দাস,অতুল প্রসাদ সেন প্রমুখ লেখক। এছাড়া আরো অনেক লেখক র‍য়েছে তাদের সম্পর্কে ধারণা রাখা দরকার ইত্যাদি। 

বিসিএস এর জন্য বাংলা সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ। ২০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে এখান থেকে**********